শর্তাবলী
• এই ক্যাম্পেইনটি ১২ই সেপ্টেম্বর ২০২৫ থেকে প্রতি শুক্রবার, রাত ১২টা থেকে রাত ১১.৫৯টা পর্যন্ত চলবে, পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত।
• ক্যাম্পেইন চলাকালীন প্রতি শুক্রবারে, জিপিষ্টার গ্রাহক Pathao Bike (শহরের অভ্যন্তরীণ এলাকা), Pathao Car (Inner City), Pathao Food এবং Pathao (Inter City) তে ১৫% ডিসকাউন্ট ।
• গ্রামীণফোন যেকোনো মুহূর্তে ক্যাম্পেইনের নিয়ম ও সময়কাল পরিবর্তন করার অধিকার রাখে।
• ক্যাম্পেইন অ্যাভেইল করতে, PATHAO লিখে পাঠিয়ে দিন 29000 নম্বরে। ফিরতি এসএমএস-এ পাঠাও অ্যাপের ডাউনলোড লিংক পেয়ে যাবেন। প্রোমো কোড নিয়ে অ্যাপেই অ্যাপ্লাই করে এনজয় করুন ডিসকাউন্ট।
প্রমো কোড:
Pathao Car (Inner City): FFCAR
Pathao Bike: FFBIKE
Pathao Food: FOODFF15
Pathao Car (Inter City): FFCITY
• ক্যাম্পেইনটি শুধুমাত্র জিপিস্টার গ্রাহকদের জন্যে প্রযোজ্য, যদি তারা ক্যাম্পেইনের নির্দিষ্ট শর্ত পূরণ করে।
• ক্যাম্পেইন চলাকালীন একজন জিপিস্টার একবারই অংশগ্রহণ করতে পারবেন, শুধুমাত্র Pathao Car (Inter City) সার্ভিসটি ২বার অংশগ্রহণ করতে পারবেন।
অ্যাপ ডাউনলোড লিংক:
আইফোন: https://goo.gl/BeP0G1
অ্যান্ড্রয়েড: https://goo.gl/cFSHH1
ওয়েবসাইট: http://www.pathao.com/
ফেসবুক: https://www.facebook.com/pathaobd